শিরোনাম
মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় আবেদন সংক্রান্ত :
বিস্তারিত
এতদ্বারা চিকনিকান্দী ইউনিয়নের সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, মা ও শিশু সহায়তা কর্মসুচির আওতায় অনলাইন আবেদন আগামী -১৩/০১/২০২৩ হতে ২৫/০১/২০২৩ পর্যন্ত করা যাবে। আগ্রহীগণ নিম্ন যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন।
১) জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
২) স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রদত্ত এ এন সি কার্ড ( এন্ট্রি নেটাল কেয়ার কার্ড থাকতে হবে।
৩) আবেদনকারীর বয়স ২০ হতে ৩৫ এবং ৪ হতে ৬ মাসের গর্ভবতী হতে হবে।
৪) নিজস্ব মোবাইল এজেন্ট বা অনলাইন একাউন্ট থাকতে হবে।
উপরে
উল্লেখিত তথ্য সমূহ নিয়ে ইউনিয়ন পরিষদে এসে ডিজিটাল সেন্টারে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
আনুরোধক্রমে
সচিব চেয়ারম্যান
চিকনিকান্দী ইউপি৷ চিকনিকান্দী ইউপি
মোবাইলঃ০১৭৫৩৭১৫৮৩৫, ০১৭৮৫০০৩৫০১