ঘূর্নিঝড় ‘‘মোখা’’ এর ক্ষয়-ক্ষতি মোকাবেলায় চিকনিকান্দী ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা 12/05/2023 খ্রি: তারিখ সম্পন্ন করা হয়েছে। জনগণের জান-মাল রক্ষার্থে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। সাইক্লোন সেল্টার ও স্কুল, কলেজ কাম সাইক্লোন সেল্টারগুলো সার্বক্ষনিক খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়ন পরিষদে কন্ট্রোলরুম খোলা হয়। মাইকিং করা অব্যাহত রয়েছে। ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। মসজিদের মাইকের মাধ্যমে জনগণকে নিরাপদ আশ্রয় গ্রহণের জন্য বার বার অনুরোধ করা যাচ্ছে। জনগণের জান-মাল রক্ষার্থে প্রয়োজনীয় মালামাল সহ আশ্রয় কেন্দ্রে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস